অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
তরিত কুমার কুন্ডু
স্বাধীনতাযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নবদিগন্ত উন্মোচনের ধারায় শিক্ষাই ছিল অন্যতম হাতিয়ার। এলাকার উচ্চতর শিক্ষা বিস্তারে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত পাবনা জেলার কাশিনাথপুরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দীর্ঘ ঐতিহ্যের স্মারক শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ইতোমধ্যে ৫২ বছরে পদার্পণ করেছে। ঢাকা কলেজের মেধাবী ছা্ত্র বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে রণাঙ্গনে শাহাদতবরণকারী লাখো মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম শহীদ মুক্তিযোদ্ধা নূরুল হোসেনের নাসম এ কলেজের নামকরণ করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে উল্লেখযোগ্য ফলাফল অর্জনে সক্ষম হয়েছে এ কলেজটি।
আনন্দিত জাতীয় পর্যায়ে স্বীকৃতি -প্রাপ্ত ১০টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ শহীদ নূরুল হোসেন কলেজ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জনের ধারাবাহিকতায় ২০২৪ খ্রিষ্টাব্দেও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
Copyright © শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ
Design & Developed by : Atomsoft